৪:১৮ অপরাহ্ন

মঙ্গলবার, ১৯ মার্চ , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ৭, ২০২২ ১২:২৮ অপরাহ্ন
সিকৃবি এর ভেটেরিনারি শিক্ষার্থীদের ভারতে ইন্টার্নশিপ সম্পন্ন
ক্যাম্পাস

তাজুল ইসলাম , সহকারী প্রকাশকঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ভারতে ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল, এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২৩ তম ব্যাচের ৮৮ জন শিক্ষার্থী আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব ভেটেরিনারি সায়েন্সে  ১০ দিনব্যাপী ইন্টার্নশিপ করেছে । ৩০ জন করে ক্রমান্বয়ে তিনটি দলে ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করে শিক্ষার্থীরা।

ছাত্র-ছাত্রীদের গাইড হিসেবে ভারতের ইন্টার্নশিপ কর্মসূচিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের  সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় , সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসাইন, অধ্যাপক ড. মো : রফিকুল ইসলাম ।

অধ্যাপক ড. মো : রফিকুল ইসলাম  বলেন, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক । বিশ্ববিদ্যালয়ের  চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে। দক্ষ ভেটেরিনারি গ্রাজুয়েট হতে হলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে।যেহেতু হাতে কলমে শেখার সুযোগ রয়েছে, তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ বছর মেয়াদী ডিভিএম কোর্সের পঞ্চম বর্ষ ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাণি চিকিৎসাবিদ্যা হাতে-কলমে শিখানো হয়ে থাকে। এর অংশ হিসেবে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব ভেটেরিনারি সায়েন্সে ২৩ তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি এক মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে আসে।

প্রকাশ : মার্চ ৮, ২০২২ ৯:২০ অপরাহ্ন
নানা আয়োজনে সিকৃবিতে নারী দিবস পালিত
ক্যাম্পাস

অর্ঘ্য চন্দ,সিকৃবি প্রতিনিধি :নানা আয়োজনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।এবারের নারী দিবসের শ্লোগান হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’

এই উপলক্ষে আজ ৮ মার্চ মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারীদের উপস্থিতিতে একটি কেক কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারী সহকর্মীদের সামনে রেখে শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন ভাইস-চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, নব নির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া ও প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ।

এতে বক্তারা বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমেই প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

প্রকাশ : মার্চ ৫, ২০২২ ১০:৩১ অপরাহ্ন
সিকৃবিতে ডিভিএম ২৩ তম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২৩ তম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন ২০২১-২২ সম্পন্ন হয়েছে। ৫ মার্চ , শনিবার সকাল ১১টায় সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের  ডিন  অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো : নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট।তাছাড়া আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভাগীয় চেয়ারম্যানগন ও শিক্ষকবৃন্দ, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , ডিভিএম ২৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সদস্যবৃন্দ।

সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির সদস্য ড. অনিমেষ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো : রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন ফাহমিদা জাকির ফাহিম ও সোহেল রানা।

প্রধান অতিথীর বক্তব্যে অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ভেটেরিনারি একটি বহুমুখী কর্মপরিধি বিশিষ্ট পেশা।ভেটেরিনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে এবং কাজের সুযোগের পরিধিও বৃদ্ধি পাচ্ছে।ইন্টার্নশিপের সময় গুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। দক্ষ ভেটেরিনারি গ্রাজুয়েট হতে হলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে।যেহেতু হাতে কলমে শেখার সুযোগ রয়েছে, তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।বর্তমান সময়ে ভেটেরিনারি সায়েন্স প্রাণি চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না। সরকারি, বেসরকারি ও গবেষণা  সেক্টরে আমাদের ভেটেরিনারি গ্রাজুয়েটদের অবদান রয়েছে। প্রাণিরা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত বলেন, ডিভিএম ২৩ তম ব্যাচের একাডেমিক ক্ষতি কমানোর জন্য আমরা দ্রুত সময়ে ইন্টার্নশিপ শুরু করেছি।তোমরা আমার উপর আশ্বস্ত থাকো।

উল্লেখ্য, এ বছর ডিভিএম- ২৩ তম ব্যাচের  ৮৮ জন শিক্ষার্থী ৮ টি গ্রুপে দেশের বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করবে।পুরো প্রোগ্রামের স্পন্সর করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২১ ১১:৫৭ অপরাহ্ন
শনিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, সিকৃবিতে পরীক্ষার্থী ৩৩০০ জন
ক্যাম্পাস

আগামী ২৭ নভেম্বর শনিবার কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৩০ মিনিটে হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারাদেশে মোট ৩৪,৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ জন শিক্ষার্থী স্নাতক লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তি হতে পারবে।

এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।

প্রকাশ : নভেম্বর ২১, ২০২১ ৫:১৫ অপরাহ্ন
সিকৃবিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উপর সেমিনার অনুষ্ঠিত
প্রাণিসম্পদ

‘হোক সচেতনতার বিস্তার, চাই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে নিস্তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব এন্টিম্যাক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১।গত  শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে  এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডাঃ মোঃ শাহ জাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর  ড.  মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রুস্তম অালী, জেলা প্রাণিসম্পদ অফিসার,সিলেট; ডাঃ প্রেমানন্দ মন্ডল, সিভিল সার্জন,সিলেট; সিকৃবির জীবপ্রযুক্তি ও জিনপ্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ মেহেদী হাসান খান ।এছাড়া আরো উপস্থিত অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী, প্রাণিসম্পদ অধিদপ্তরে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর প্রফেসর  ড.  মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার, জাতীয় টেকনিক্যাল এডভাইজার,ওয়ান হেলথ।

এসময় বক্তারা বলেন, সারা বিশ্বে অ্যান্টিমাইক্রোবাইয়াল রেসিসট্যান্স একটি স্বাস্থ্য সমস্যা। জীবাণুসমূহ অ্যান্টিবায়োটিকের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই চলছে। জীবাণুগুলো অনেক রকম অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে কম বা বেশি দামি সব ধরনের অ্যান্টিবায়োটিক সংক্রমণ চিকিৎসায় অকার্যকর হয়ে পড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এতে করে এ ধরনের রোগজীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। তাই এ সংক্রান্ত সচেতনতা তৈরির বিকল্প নেই।

বিশেষজ্ঞদের মত চিকিৎসক ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা ঠিক নয়। এটির মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। অ্যান্টিবায়োটিক ঠান্ডা বা ভাইরাসজনিত রোগে কোনো কাজ করে না। যদি ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তবে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ ধরনের চিকিৎসা চলতে থাকলে অর্থাৎ অ্যান্টিবায়োটিকের ব্যবহার যথার্থ না হলে এমন একটা সময় আসবে যখন ব্যাকটেরিয়াকে মারা কঠিন হয়ে দাঁড়াবে।

ড.  মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার বলছেন, দেশে রোগীরা ওষুধের দোকান থেকে মুখস্থ অ্যান্টিবায়োটিক কিনে নিয়মবহির্ভূতভাবে সেবন করে থাকেন। ফলে ওষুধটির যথার্থ প্রয়োগ না হওয়ায় জীবাণুগুলো ধীরে ধীরে রেজিসট্যান্স হয়ে পড়ছে। বিশ্বের অন্যান্য দেশে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ কিনতে হলে চিকিৎসককের পরামর্শপত্র দেখাতে হয়। চিকিৎসক ছাড়া অন্য কারও ওষুধ দেওয়ার কোনো এখতিয়ার নেই। কিন্তু দেশে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সঙ্গে এর কোনো ইন্টারঅ্যাকশন আছে কি না তা সাধারণ জনগণের অজানা। অ্যান্টিবায়োটিক সেবন করতে গিয়ে অনেকে অন্যান্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তাই সচেতনতা খুবই জরুরি। ওষুধটির এবং বিস্তার এড়াতে সাধারণ জনগণ, ভেটেরিনারিয়ান, স্বাস্থ্যকর্মী এবং নীতিনির্ধারকদের মধ্যে সেরা অনুশীলনকে উৎসাহিত করা দরকার।

উক্ত অনুষ্ঠানে বক্তারা এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং এন্টিম্যাক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কুফল সর্ম্পকে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঠ্যসূচীতে এন্টিম্যাক্রোবিয়াল রেজিস্ট্যান্স  সংযুক্ত করার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

প্রকাশ : অক্টোবর ২৫, ২০২১ ৭:২৪ অপরাহ্ন
সিকৃবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল পার্টিসিপেটরি রিসার্চ অন দ্যা হিডেন ডায়মেনশন্স অব প্রভার্টি” শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সারা পৃথিবীতেই দারিদ্র বিমোচন করতে হবে।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মাটি বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রকৌশলী লেলিন রহমান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমল হুদা মিঠু এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান খান। সেমিনার আয়োজন কমিটির আহŸায়ক ড. মাকসুদা মান্নাফের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তারা দারিদ্র দূরিকরণ করতে হলে চাকরীর নিশ্চয়তা বিধান, সামাজিক মূল্যায়ন নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরন, আয় বৈষম্য ও শিক্ষার বৈষম্য দূরিকরনের উপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা বলেন, ভালোবাসার মাধ্যমে দারিদ্র দূরিকরন সম্ভব। সেমিনারে মাটি জার্মানির কোঅর্ডিনেটর রেইনার এগন বিওব্স, ক্রিস্টোফ পল, রেজিনা আনরুহ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য দারিদ্র বিমোচন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বলিভিয়া, তানজিনিয়া এবং বাংলাদেশসহ ৬টি দেশে গবেষণা পরিচালিত হচ্ছে

প্রকাশ : অক্টোবর ১০, ২০২১ ৯:২৭ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালিত
পোলট্রি

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হলো বিশ্ব ডিম দিবস। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে এই ডিম দিবস পালিত হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

সকালে পোল্ট্রি বিজ্ঞান বিভাগ থেকে সফিক রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ডিম বিতরণ করা হয়। শিশুরা ডিম পেয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করে। দুপুর তিনটায় শুরু হয় বিশেষ আলোচনা সভা ও সেমিনার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

স্বাগত বক্তব্য রাখেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ.এস.এম. মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ অমেলেন্দু ঘোষ, পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। আরো বক্তব্য রাখেন ওয়েস্ট্রার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেডের পরিচালক মোঃ এমদাদুল হক, সিলেট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুস্তম আলী, বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহ আহমেদ বেলাল প্রমুখ।

ডিম দিবসের গুরুত্ব ও তাৎপর্যের পাশাপাশি ডিম খাওয়ার উপকারিতা বিষয়ে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ দুটি উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ড. মাকসুদা বেগম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর মোঃ কামরুল হাসান।

পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত। বক্তারা ডিমের সাদা অংশের পাশাপাশি ডিমের হলুদ কুসুম খাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিদিন একটি ডিম খাওয়ার বিষয়ে সকলকে পরামর্শ দেন। উল্লেখ্য এবছর ডিম দিবসের প্রতিপাদ্য ছিলো, “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই”।

প্রকাশ : অক্টোবর ৭, ২০২১ ৬:১৮ অপরাহ্ন
সিকৃবিতে মাছের রোগ নির্ণয়ে ল্যাবরেটরি উদ্বোধন
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে মাছের রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক একটি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ল্যাবরেটরি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার। এসময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈজ্ঞানিক, ছাত্র-গবেষকরা উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর শুরুতেই মাছের পোনা অবমুক্ত করেন, তারপর ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন। রেফ্রিজারেটেড সেকার ইনকিউবেটর, অটোক্লেভ মেশিন, লামিনার এয়ার ফ্লও, ক্লিনিক্যাল কেমিস্ট্রি এনালাইজার, হট এয়ার ওভেন, কমপাউন্ড মাইক্রোস্কোপসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।

ভাইস চ্যান্সেলর বলেন, এই ল্যাবরেটরি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা হতে পারে, যা বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।

মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ‘ফিশ ডিজিজ ডায়াগনোসিস ও ফার্মাকোলজি ল্যাব’ নামে ল্যাবরেটরিটি স্থাপন হয়।

প্রকাশ : সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৪৬ অপরাহ্ন
সিকৃবির কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আসাদ
কৃষি বিভাগ

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিলেন উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা।

ড. আসাদ ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন এগ্রিকালচার, ১৯৯৬ সালে এমএস ইন প্লান প্যাথলজি, ১৯৯৮ সালে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্কের রয়েল ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন সীড প্যাথলজি, ২০০৬ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের নিগাতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং ২০১৩ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

একাধারে শিক্ষক ও গবেষক ড. আসাদ এর ৩৮টি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর কৃষি শিক্ষা ও গবেষণা বিষয়ে ১টি পুস্তকসহ ২০টি প্রসেডিংস, এবস্ট্রাক্ট এবং রিপোর্ট প্রকাশিত হয়েছে। তিনি ২০১৯ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের কুবে ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিন হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ^বিদ্যালয়ের হলপ্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে ডেনমার্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সৌদিআরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি নাটোর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। উল্লেখ্য ড. আসাদ কৃষি অনুষদের ৯ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণকরলেন।

প্রকাশ : সেপ্টেম্বর ১, ২০২১ ৫:০৯ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে সেমিস্টার ফাইনাল
ক্যাম্পাস

তাজুল ইসলাম মামুন ,সহকারি প্রকাশকঃ করোনার মহামারীর কারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শুরু হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল ১, সেমিস্টার ১ এর ৪৯ জন শিক্ষার্থী প্রথম দিনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগে অনলাইনে ক্লাস ও ইন্টার্নি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার কার্যক্রম শুরু হয়। পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের আমন্ত্রনে সেখানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. রোমেজা খানম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা প্রমুখ। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, “এটা প্রযুক্তির যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমগ্র পৃথিবী চলছে, তার ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবার চমৎকার প্রযুক্তি আমরা নিয়ে এসেছি।” ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. রোমেজা খানম, “এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষা দেবার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হবে। করোনার কারণে পিছিয়ে পড়া একাডেমিক ব্যবস্থাকে আমরা শীঘ্রই পুনরোদ্ধার করতে পারবো।”

অনলাইন প্লাটফর্মের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা মোট ৩টি সেকশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেকশনে শিক্ষার্থীরা ৩০ মিনিটে ৩০ নম্বরের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিবেন। দ্বিতীয় সেকশনে ২০ নম্বরের ১টি বা কয়েকটি প্রশ্নের বিস্তারিত বা ব্যাখামূলক উত্তর দিবেন। তৃতীয় সেকশনে ৫০০ শব্দের এসাইনমেন্ট জমা দিতে হবে যার নম্বর থাকবে ২০। এভাবে এক ঘন্টায় মোট ৭০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ আগামী ৮ সেপ্টেম্বর থেকে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুর করবে। তদ্রæপ ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৩ সেপ্টেম্বর এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ১৫ সেপ্টেম্বর থেকে তাদের স্নাতক পর্যায়ের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শুরু করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop