৯:৩৭ পূর্বাহ্ন

মঙ্গলবার, ১৯ মার্চ , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : এপ্রিল ২২, ২০২২ ১২:৩১ অপরাহ্ন
প্লেনারি অ্যাকুয়া : খুবি শিক্ষার্থীদের এক সাফল্যগাঁথা উদ্যোগ
এগ্রিবিজনেস

শৈশব থেকে পড়ে এসেছি, আমরা মাছে-ভাতে বাঙালি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলালেও বদলায়নি বাঙালির মাছ প্রীতি। এখনো মাছের বাজার সরগরম দেখা যায়। ধনী-গরিব নির্বিশেষে সবাই মাছ খেতে ভালোবাসেন। মাছের এই চাহিদা মেটাতে দেশের নানান প্রান্তে অনেকেই মাছের চাষাবাদ শুরু করেছেন। নদী-সমুদ্র থেকে এখন মাছ আহরণ অতীতের তুলনায় অনেক বেড়েছে।

২০২০ সালে করোনায় যখন লকডাউন শুরু হয়, সদ্য অনার্স শেষ করা যুবকের মাথায় চলে আসে সময়টাকে কাজে লাগাবার। ফিশারিজ গ্রাজুয়েট হবার দরুন বাঙালির মাছ প্রীতি বুঝতে একদমই কষ্ট হয়নি। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন। সেখান থেকে মৎস্য খাতের গুরুত্ব ব্যাপকভাবে অনুধাবন করেন। তখনই সিদ্ধান্ত নেন, এই খাতে নিজস্ব উদ্যোগে কিছু করার। একে একে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের সাথে আইডিয়া শেয়ার করতেই তারা তা বাস্তবায়নে রাজি হয়ে যায়। যাত্রা শুরু করে এক চমকপ্রদ উদ্যোগ। বলছিলাম অনুপ কুমার (ফাউন্ডার), প্রেমা হাজরা (কো-ফাউন্ডার) ও তাদের উদ্যোগ প্লেনারি অ্যাকুয়া শুরুর কাহিনী। অনুপ কুমার ও প্রেমা হাজরা উভয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী। তারা মূলত প্রোসেসড ফিশ উন্নত মানের প্যাকেজিং এর মাধ্যমে বাজারজাত করছেন। পাশাপাশি নানান জাতের মাছ দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতার হাতে পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনামূলক নতুন এই উদ্যোগ বাস্তবায়নে তাকে মোকাবেলা করতে হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ, করতে হয়েছে কঠোর পরিশ্রম।

লকডাউনে যখন চারিদিকে স্থবিরতা, তখন ফুড ডেলিভারির মতো সার্ভিসগুলো থেমে ছিলো না। করোনার সংক্রমণ এড়াতে সবাই তখন অনলাইনে কেনাকাটায় জোর দেন। অনুপ কুমার এই সুযোগটাই কাজে লাগান। মানসম্মত ও সুস্বাদু মাছ ক্রেতার দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে আত্নপ্রকাশ করতে থাকে প্লেনারি অ্যাকুয়া। বর্তমানে প্লেনারি অ্যাকুয়া অনলাইন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা অর্জনে সমর্থ হয়েছে। গত এক বছরে প্রায় ২৫ লক্ষ টাকার মাছ বিক্রি করতে সফল হয়েছে তারা। লাভের অংকটা বেশ স্বস্তিদায়ক হলেও পেছনের গল্পটাও বেশ কঠিন। উদ্যোগের শুরুতে কর্মীদের বেতন, অফিস থেকে শুরু করে বিভিন্ন খাতে খরচ সামাল দিতে চোখে সর্ষের ভূত দেখার উপক্রমও হয়েছে! তাদের এই সম্ভাবনাময় উদ্যোগকে আরও সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করার সংকল্পে বর্তমানে ওয়ার্ল্ড ফিশের সাথে একটা প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছে প্লেনারি একুয়া। ওয়ার্ল্ড ফিশ বিভিন্ন ভাবে এই সম্ভাবনাময় উদ্যোগে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

প্লেনারি অ্যাকুয়া নিয়ে অনুপের স্বপ্নটা অনেক বড়। রাখতে চান মাছ রপ্তানিতে অবদান। ফ্রোজেন ফিশ, ফিশ নাগেট, কাটলেট এর মতো নানান মুখরোচক খাবার প্রস্তুতির মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে তিনি আশাবাদী। তার কথায় দেশের মৎস্য শিল্পে দক্ষ জনবলের অভাবের কথা ফুটে আসে। প্রোডাক্ট কোয়ালিটি ডেভেলপমেন্ট নিয়ে ফিশারিজ গ্রাজুয়েটদের কাজের বেশ সুযোগ আছে। তবে যথাযথ সুযোগ না থাকার কারণে ফিশারিজ গ্রাজুয়েটরা অন্য খাতে ঝুঁকে পড়ছেন, হারিয়ে যাচ্ছে ফিশারিজ খাতে অবারিত সম্ভাবনা। সরকার ই-কমার্স থেকে শুরু করে দেশের মৎস্য শিল্পে আরো সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্যোক্তা অনুপ কুমার বলেন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সরকারি থেকে শুরু করে বেসরকারি খাতে টিকে থাকতে দক্ষতার বিকল্প নেই। শুধু পাঠ্যপুস্তকের ওপর জোর দিয়ে বসে থাকলে চাকরি থেকে শুরু করে ব্যবসা খাতে টিকে থাকা কঠিন। তিনি বিশ্বাস করেন, দেশের যুবসমাজই পারে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে। সামনের দিনগুলোতে তাই যুবসমাজই হবে দেশের গেম চেঞ্জার।

নূর-ই-কুতুবুল আলম
সাবেক শিক্ষার্থী
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : মার্চ ৬, ২০২২ ৪:২১ অপরাহ্ন
মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা হবে দেশের দক্ষ মানবসম্পদ
প্রাণিসম্পদ

মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (০৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি মিলনায়তনে একাডেমির ৪১তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষের পাসিং আউট ২০২১ উপলক্ষ্যে আয়োজিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, “মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের চোখে দীপ্তিময় ভবিষ্যত্বের তৃষ্ণার্ত আগ্রহ রয়েছে। তারা চায় সামনের দিকে এগিয়ে যেতে। উচ্চ পর্যায়ের জ্ঞান অর্জন করে ক্রমান্বয়ে তারা বাংলাদেশের দক্ষ জনশক্তিতে পরিণত হবে। এ ক্যাডেটরা দেশে ও দেশের বাইরে মেরিটাইম সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অদূর ভবিষ্যতে দেশের উন্নয়নের সুনীল অর্থনীতি হবে গুরুত্বপূর্ণ অংশীদার। সুনীল অর্থনীতির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে এ ক্যাডেটরা গুরু দায়িত্ব পালন করবে”।

মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মেরিন ফিশারিজ একাডেমির কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা হবে আমাদের অ্যাম্বাসেডর। ক্যাডেটদের দক্ষতা, সততা, দেশপ্রেম বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে তুলবে। উজ্জ্বল করে তুলবে লাল সবুজের পতাকাকে।

পাসড আউটকৃত ক্যাডেটদের অভিনন্দন জানিয়ে এসময় মন্ত্রী বলেন, “ক্যাডেটদের মধ্যে আমরা স্বপ্নের ভবিষ্যৎ খুঁজে পেতে চাই। তাদের সার্থকতার শীর্ষ স্থানে পৌঁছাতে হবে। নিজের ঐকান্তিক ইচ্ছা, নিরলস প্রচেষ্টা, গভীর মনোনিবেশ আর অধ্যবসায় থাকলে কোনো প্রতিকূলতা তাদের আটকাতে পারবে না। নিজ কর্মক্ষেত্রে আন্তরিকতা ও যোগ্যতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সাফল্য যেন কখনো অধরা না থাকে। নিজের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে হবে, মেধার বিকাশ ঘটাতে হবে”।

পরে মন্ত্রী মেরিন ফিশারিজ একাডেমির ৪১ তম ব্যাচের নটিক্যাল বিভাগের ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩১ জন ও মেরিন ফিশারিজ বিভাগের ২০ জনসহ মোট ৮৪ জন ক্যাডেটের হাতে সনদপত্র তুলে দেন।

 

প্রকাশ : ডিসেম্বর ৩০, ২০২১ ২:৩৩ অপরাহ্ন
অ্যাকুয়াকালচার অফিসার নিয়োগ দিবে সি.পি. বাংলাদেশ
চাকুরির খবর

জব ডেস্ক: সি.পি. বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিডিজবসে প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তিতে ডেইরি সায়েন্স খাতে Aquaculture Officer পদে আবেদনের জন্য আহবান জানানো যাচ্ছে।

চাকুরির ধরন :  Full time

শিক্ষাগত যোগ্যতা :

  • MS in Fisheries/Aquaculture

আবেদনের শেষ তারিখ :  ২৮ জানুয়ারি ২০২২

(পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে)

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

আবেদনের নিয়ম: সিভি/রেজ্যুমে এর সাথে সাম্প্রতিক সময়ে তোলা ছবি যুক্ত থাকতে হবে।  আবেদন করতে হলে বিডিজবসে একাউন্ট থাকতে হবে। আবেদন করতে এখানে ভিজিট করুন এবং বিজ্ঞপ্তির নিচে Apply Online নামক বাটনে ক্লিক করুন।

বিজ্ঞপ্তির লিংক 

 

প্রকাশ : অক্টোবর ৫, ২০২১ ১১:৪০ অপরাহ্ন
শেকৃবির ফিসারিজ অনুষদের নতুন ডিন ড. শাহাবুদ্দিন
ক্যাম্পাস

অনিক, শেকৃবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের নবনিযুক্ত ডিন হিসেবে প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন দায়িত্ব প্রাপ্ত হন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব এর ডিন হিসেবে নিযুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিধায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৩ (৫) উপ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উক্ত অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন, একোয়াকালচার বিভাগ’কে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য যে অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন একই সাথে উক্ত অনুষদের একোয়াকালচার এবং একোয়াটিক এনভাইরনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ সমূহের চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন ।

তিনি ২০০৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।

অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বায়োফ্লক প্রযুক্তি উদ্ভাবন করে যথেষ্ট কৃতিত্ব ও প্রশংসা অর্জন করেছেন। তিনি জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং এ বিশ্ববিদ্যালয় হতে গবেষণায় অসামান্য কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট এওয়ার্ড এবং থাইলেন্ডের এশিয়ান ইনিষ্টিটিউট অব টেকনোলজি (এআইটি) হতে এম. এস. – তে শিক্ষা-গবেষণায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের মধ্যে সর্বোচ্চ মেধার পরিচয় দেয়ায় তিনি গোল্ড মেডেল প্রাপ্ত হন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি গবেষণা এবং বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (FAO) এ জাতীয় পরামর্শকের দায়িত্ব পালন করছেন।

প্রকাশ : জুন ৩, ২০২১ ৪:১৭ অপরাহ্ন
মার্কেটিং অফিসার (ফিশ ফিড) নিয়োগ দিচ্ছে ACI Godrej Agrovet
চাকুরির খবর

এগ্রিভিউ২৪ জব ডেস্ক: ACI Godrej Agrovet Private Ltd. সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিডিজবসে প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তিতে Sr. Marketing Officer/ Territory Executive (Aqua/Fish Feed) পদে আবেদনের জন্য আহবান জানানো যাচ্ছে।

চাকুরির ধরন : Full time

শিক্ষাগত যোগ্যতা :  B.Sc. in Fisheries

আবেদনের শেষ তারিখ : ১০ জুন ২০২১

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

আবেদনের নিয়ম: সিভি/রেজ্যুমে এর সাথে ছবি যুক্ত থাকতে হবে। আবেদন করতে বিডিজবসে একাউন্ট থাকতে হবে। আবেদন করতে এখানে ভিজিট করুন এবং বিজ্ঞপ্তির নিচে Apply Online নামক সবুজ বাটনে ক্লিক করুন।

বিজ্ঞপ্তির লিংক 

প্রকাশ : মে ২৬, ২০২১ ১১:০২ পূর্বাহ্ন
ড.আবুল মনসুরের “ফিশারিজ স্টাডি পার্ট ৪“ বইয়ের মোড়ক উন্মোচন
ক্যাম্পাস

মো. শাহীন সরদার: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর মিল্লাাতের লেখা ‘ফিশারিজ স্টাডি পার্ট ৪’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটি মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ড. মো. আবুল মনসুর মিল্লাাতের লেখা ‘ফিশারিজ স্টাডি’ সিরিজের চতুর্থ বই।

মৎস্যবিজ্ঞান বিষয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ছয়টি। এছাড়া তাঁর আন্তর্জাতিক র্জানালে ৬৯টি প্রকাশনা রয়েছে।

বইটি সম্পর্কে আবুল মনসুর মিল্লাত বলেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি সেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে বইগুলো স্বীকৃত হওয়ায় গর্ববোধ করছি। আশা করছি বইগুলো শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানার্জনে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop