শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি
ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন সন্ধানীর সহযোগীতায় রক্তদানে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে থেকে প্রায় ২৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ সংগঠনের প্রায় ৩০০ জন নেতাকর্মী।