মোঃ আল আমীন (আকাশ), সিনিয়র রিপোর্টার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভূঁইয়া ও কৃষি বিজ্ঞানী সহযোগী অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসীন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নিত হয়েছেন।
আজ রোজ বুধবার বেলা ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ১০ম তলায় কৃষি বিভাগের নিজস্ব ফ্লোরে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, এই দুইজন কৃষিবিদ উক্ত বিভাগে যোগ দেয়ার পর নিজস্ব ফ্লোর, ল্যাব রুম, পর্যাপ্ত ক্লাসরুম, সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন গাছ এবং ফুলের টব আনা হয়েছে যা উক্ত বিভাগকে অন্য মাত্রা দান করেছে।
শিক্ষকরা বলেন, ছাত্র-ছাত্রীদের কল্যানে তারা সর্বদা কাজ করে যেতে চান এবং কৃষি বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ হিসেবে গড়ে তুলতে চান।