তাহজীব মন্ডল নিশাত, পবিপ্রবিঃ
বিশ্ব পর্যটন দিবস ২০১৮ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা গঠিত ও পরিচালিত সংগঠন “পিএসটিইউ ট্রাভেলার্স” এর পক্ষ থেকে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় র্যালীটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনএফএস ভবনে এসে শেষ হয়।
র্যালী শেষে বিকাল সাড়ে ৫ টায় মোঃ মামুন খানের সঞ্চালনায় ও আশিক আল ফয়সালের সভাপতিত্বে এনএফএস অনুষদীয় ক্লাস রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহকারী অধ্যাপক সুজন কান্তি মালী, রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফয়সাল, মেরিন ফিজারিজ এন্ড ওসেনোগ্রাফি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল হাসান। এসময় উপস্থিত সকলের মাঝে প্রত্যয়, সাকিব, অর্ণব, কাব্য, মম, অরণ্য ও ফাহিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। শিক্ষকবৃন্দ পিএসটিইউ ট্রাভেলার্সের উদ্যোগকে স্বাগত জানান।