গত ১৩ আগষ্ট -১৮ থেকে ১৫ আগষ্ট -১৮ ইং তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপি শ্রীলংকার রাজধানী কলম্বো হোটেল শাংরিলাতে MSD Animal Health Gi এর “হাই কোয়ালিটি পোল্ট্রি কনগ্রেস-২০১৮” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়। উক্ত সেমিনারে বাংলাদেশ সহ ভারত, শ্রীলংকা,নেপাল এবং পাকিস্তানের বিভিন্ন্ ব্রীডার ফার্মের টেকনিকেল পারসোনসরা অংশগ্রহন করেন।
সেমিনরে বাংলাদেশের পক্ষ থেকে ডাঃ মোঃ বিপ্লব হাসান ফারুক, ম্যানেজার (টেকনিকেল সার্ভিসেস), বেঙ্গল ওভারসীজ লিমিটেড এর নেতৃত্বে ডাঃ মোঃ সিরাজুল আলম, হেড অব ডিওসি সেলস এন্ড মার্কেটিং, প্রভিটা গ্রুপ, জনাব মোনজ কুমার চৌহান, জেনারেল ম্যানেজার, নাহার এগ্রো গ্রুপ, ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, জোনাল ম্যানেজার, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারিজ লিঃ, ডাঃ মোঃ হাফিজুল হাসান, জোনাল ম্যানেজার, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারিজ লিঃ, ডাঃ মোঃ জয়নুল আবেদিন, ম্যানেজার (রংপুর ল্যাব), কাজী ফার্মস গ্রুপ এবং ডাঃ মোঃ মোশাররফ হোসেন, এ,জি,এম, ডায়মন্ড এগস লিঃ অংশগ্রহন করেন। অনুষ্টানের শুরুতে বিভিন্ন দেশ থেকে আগত টেকনিকেল পারসোনালদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন এমএসডি এনিমেল হেলথ সাউথ ইস্ট এশিয়া সাব কন্টিনেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ ইয়াশ গোয়েল।
উক্ত সেমিনারে আন্তর্জাতিক পোল্ট্রি বিশেষজ্ঞগণ ডঃ ডেনিস ইউ, এ্যাসোসিয়েট ডিরেক্টর, রিজিওনাল মার্কেটিং, গ্লোবাল পোল্ট্রি – রেস্পিরেটরি কমপ্লেক্স – চেজং সিনারিও এবং ইন্টেসটিনাল হেলথ – এ পার্সপেক্টিভ, টমি এইচ রগ, ভেন্টিলেশন এন্ড প্রোডাকশন স্পেশালিষ্ট, স্কোভ এশিয়া লিঃ – ইনভার্নমেন্টাল হাউজিং,ডঃ হাসান সারোশ আকরাম, ডিরেক্টর অপারেশন, কোয়ালিটি পোল্ট্রি ব্রীডারস – ব্রীডার ম্যানেজমেন্ট -ফর হাই চিকস কোয়ালিটি, ডঃ ডি চন্দ্রসেখরান, প্রফেসর এনিমেল নিউট্রিশন (অবঃ)-নিউট্রিশন – রিসেন্ট,এ্যাডভান্সেস, ডঃ গুসেন ইয়ান ভেন বোস, ইন্ডিপেন্ডেন্ট ভেটেরিনারি কনসালটেন্ট – ইমুনোসাপ্রেশন – হাউ টু ওভারকাম দি চেলেন্জস এবং এন্টিবায়োটিক ফ্রি প্রডাকশন – কারেন্ট ট্রেডস, ডঃ টুম্মালা রমেশ বাবু, ইন্ডিপেনডেন্ট ভেটেরিনারি কনসালটেন্ট – রাইজিং পোল্ট্রি – সাউথ এশিয়া পার্সপেক্টিভ এবং ডঃ দামোদার পাঠাৎ, হেড ভিএসডি, এমএসডি ইন্ডিয়া-চিক হেলথ-ওয়ে টু বেটার প্রডাকটিভিটি বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করেন।
ডঃ ইয়াশ গোয়েল অনুষ্টান শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্টানটি সমাপ্তি ঘোষনা করেন । সেমিনার শেষে অংশগ্রহনকারীদের কে নিয়ে কলম্বো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং দর্শণীয়স্থান পরিদর্শন করানো হয়।( প্রেস বিজ্ঞপ্তি).