তৈরির পদ্ধতিঃ
১. প্রথমে ৫-৬ কেজি চিটাগুড় একটি পাত্রে নিতে হবে। লোহার কড়াই বা ড্রামের অর্ধাংশ বা এ জাতীয় শক্ত পাত্র হলে ভাল হয়।
২. ২.৫-৩ কেজি গমের ভূসি মেপে নিতে হবে।
৩. এবার ৩৫ গ্রাম লবণ (ডিবি ভিটিামিনসহ) মেপে নিন।
৪. ৮০-৯০ গ্রাম ইউরিয়া আলাদা মেপে নিন।
৫. ওজনকৃত ৫০০ গ্রাম চুনের গুড়া, ইউরিয়া ও লবণ ভালভাবে মিশিয়ে নিন। এবার তাপে রাখা কড়াইটি তাপাধার থেকে নামিয়ে নিন এবং ভালভাবে নড়াচড়া করুন। যতক্ষন না নালি বা চিটাগুড়ের আঠালো জমাট ভাব আসেন।
৫নং বর্ণিত মিশ্রণটি ফুটন্ত নালি বা চিটাগুড়ের সাথে মিশিয়ে নিন এবং পরে ওজনকৃত গমের ভূষি ঢেলে দিন ও একটিশক্ত কাঠি বা হাতল এর সাহায্যে নড়াচড়া করে ভুমি ও ৫নং বর্ণিত মিশ্রণ সম্পুর্ণভাবে মিশিয়ে নিন।
নালি, ভুসি, চুনা, ইউরিয়া ও খনিজ দ্রব্য মিশ্রিত মিশ্রন থেকে নির্দিষ্ট পরিমাণ (ছাঁচের আকার ও ধারর ক্ষমতা অনুযায়ী) নিয়ে ব্লক তৈরী করুন।
মিশ্রনটি ছাচে ঢালার পরে ছাচের মাপ অনুযায়ী ঢাকনা উপরে রেখে চাপ দিতে থাকুন যেন মিশ্রনটি শক্ত জমাট বাঁধা একটি ব্লকে পরিণত হয়।
সাবমানতার সহিত ব্লকটিকে ছাঁচ থেকে তুলে ৩০ মিনিট পর্যন্ত বাইরে রেখে দিলে ব্লকটি শক্তি হয়ে যায়।
একসাথে অনেকগুলি বানানোর প্রয়োজন হলে সদ্য প্রস্ততকৃত ব্লকটি পলিথিনের মোড়কে আচ্ছাদিত করুন।
খাওয়ানোর নিয়মঃ
ইউ এম বি একটি শক্তিশালী ও প্রোটিশ সমৃদ্ধ জমাট খাদ্য যাতে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন দেয়া আছে।
ব্লক খাওয়ালে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দৈহিক ওজন বৃদ্ধি, শক্তি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায়।
ব্লক খাওয়ালে খড় জাতীয় পশু খাদ্যের পাচ্যতা এবং গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায় ও উক্ত খাদ্যের পুষ্টিমান বৃদ্ধিতে সাহায্য করে।
ইউরিয়া মোলাসেস ব্লকের উপরে মোড়ানো পলিথিন সম্পুর্নভাবে খুলে দেখুন। ব্লকটিকে ১টি শুকনো পাত্রে বা শুকনো কাঠের ছাঁচে রেখে গবাদিপশুকে খেতে দিন। ব্লকটিকে অক্ষত অবস্থায় খেতে দিতে হবে এবং গরু মহিষের বেলায় দৈনিক ৩০০ গ্রাম ও ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ১০০ গ্রাম খেতে দিতে হবে। খেতে না চাইলে ব্লকের উপর ভুসি ও লবন ছিটিয়ে দিতে হবে।
ছাঁচের মাপঃ ২ কেজি ওজনে ব্লক তৈরীতে ব্যবহৃত ছাঁচের মাপ দৈর্ঘ্য-৯ ইঞ্চি, প্রস্থ-৫ ইঞ্চি এবং উচ্চতা ৪ ইঞ্চি।
১০ কেজি ব্লকের মধ্যে ৫-৬ কেজি মোলাসেস বা চিটাগুড়, ২.৫-২.৬ কেজি গমের ভুষি, ৮০-৯০ গ্রাম ইউরিয়া এবং ৫০০-৬০০ গ্রাম চুনা (খাবার চুন) দেয়া থাকে। ১ কেজি ও টি ব্লকে সাধারনত ৯ মেগাজুল শক্তি ও ২৪০ গ্রাম প্রোটিন থাকে।
বিঃ দ্রঃ ইউরিয়া মোলাসেস স্ট্র বা ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ানোর ১ ঘন্টা আগে বা পরে পশুকে কোন পানি পান করতে দেয়া যাবে না।
ইউরিয়া বিষক্রিয়া যাতে না হয়:
১. অনভ্যস্ত মহিষের খাদ্যে হঠাত্ করে অধিক পরিমাণে ইউরিয়া যোগ করা হতে বিরত থাকতে হবে৷
২. ইউরিয়া ও মোলাসেস সুষম অনুপাতে মিশাতে হবে ৷
৩. এক বছরের কম বয়সী বাছুরকে ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ানো যাবে না ৷