Friday , August 17 2018
Home / প্রথম পাতা / বরিশালে কুকুরের জলাতঙ্কের টিকাদান কর্মসূচি
কুকুরকে জলাতঙ্ক এর টিকা দেয়ার মূহুর্ত.. (ছবিটি বাংলা নিউজ২৪ এর ওয়েবপেইজ থেকে সংগ্রহীত)

বরিশালে কুকুরের জলাতঙ্কের টিকাদান কর্মসূচি

তাহজীব মন্ডল নিশাত, পবিপ্রবি প্রতিনিধিঃ বরিশালে ইকো সেভার্স ফাউন্ডেশনের আয়োজনে প্রায় দেড় শতাধিক কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ মে) সকাল থেকে বরিশাল শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরদের এ টিকা দেয়া হয়। এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম।
টিকাদানের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কুকুর ভীতি কমাতে লিফলেট বিতরণ ও কুকুরের কামড় দিলে করণীয় সম্পর্কে অবগত করা হয়।

ইকো সেভার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিঠু জানান, “দেশের অন্যান্য এলাকার মতো বরিশাল শহরে কুকুর ভীতি রয়েছে মানুষের মনে। তাই এই বোবা প্রাণীটির প্রতি মানুষের মনোভাব পাল্টাতে আমাদের এই উদ্যোগ। প্রাণীর প্রতি মানুষ যেন সহানুভূতিশীল হয় এবং প্রাণীদের ভালোবাসে সেই চেষ্টা সবাই শুরু করবেন এই প্রত্যাশাই করছি।”
তিনি আরো জানান, “বরিশাল শহরে অনেক কুকুর রয়েছে। কুকুরগুলোর আচরণ খুবই ভালো । মানুষের ভালোবাসা পেলে এসব কুকুরেরা মানুষের সঙ্গে বন্ধত্বপূর্ণ আচরণ করে থাকে। খাবার দিলে পাশে এসে বসে। জলাতঙ্ক রোগের টিকা দিলে এই কুকুর মানুষকে কামড়ালেও জলাতঙ্ক হবে না বা ওই কুকুর থেকে অন্য কুকুরেও ভাইরাস ছড়াবে না।”

সূত্র: বাংলা নিউজ২৪

About Tahzib Mondal

Check Also

সিকৃবিতে পবিত্র ঈদ উল আযহার ছুটি শুরু

  অর্ঘ্য চন্দ, সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ আগস্ট থেকে শুরু হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *