নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোল্ট্রি শিল্পের পরিচিতি মুখ এবং ওয়ার্ড পোল্ট্রি এসোসিয়েশন বাংলাদেশের (ওয়াপসা) সাধারণ সম্পাদক মো: মাহাবুব হাসান উমরাহ করতে সৌদি যাচ্ছেন। আজ মঙ্গলবার রাত ৩ টায় সপরিবারে উমরাহ পালন করতে যাওয়ার কথা রয়েছে। সেখানে ২০ দিন মত থাকবেন বলে জানা যায়। পবিত্র মাহে রমজানে উমরাহ বিশেষ মর্যদা ও আল্লাহর নৈকট্য হাসিলের উত্তম সময়। পবিত্র রমজানের কয়েকটা রোজাও মক্কায় পালন করবেন বলে জানা যায়।
উমরাহ্ এর ব্যাপারে জানতে চাইলে তিনি, সহকর্মী, আত্বীয় স্বজন ও সেক্টরের সকল দোয়া চেয়েছেন এবং সবার জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান এভোন এনিমেল হেলথের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন এর সভাপতি তিনি।
পবিত্র মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সস্ত্রীক উমরাহ করবেন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। সুস্থভবে সঠিক ইবাদত বান্দেগী যেন করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।