বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে এবং দ্যা একমি ল্যাবরেটরিজ লিঃ এর সহযোগিতায় উক্ত অনুষদের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল কিট বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল অনুষদের সভা কক্ষে সার্জিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারনে উপস্থিত হতে পারেন নি। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডীন প্রফেসর ড. আবু সাদেক মোঃ সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনোকোলজি, অবসটেট্রিকস এন্ড রিপ্রোডাকটিভ হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ ইমরান হোসেন খান সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য বশেমুরকৃবিতে প্রতি বছর ডিভিএম শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল কীটবক্স বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল অনুষদের ৫ম ব্যাচের ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে সার্জিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল কীটবক্স বিতরণ করা হয়।