নিজেস্ব প্রতিবেদক : এগ্রিভিউ২৪ডট কম
প্রাইভেট ভেটেরিনারি ডাক্তারদের সংগঠন ‘ভেটস এসোসিয়েশন অফ বগুড়া’র সদস্যদের নিয়ে দেশের শীর্ষ স্থানীয় ঔষধ কোম্পানি অপসোনিন এগ্রোভেট শুক্রবার সন্ধ্যায় এক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতেই কোম্পানি কর্তৃক ‘ভেটস এসোসিয়েশন অফ বগুড়া’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর কোম্পানি উল্লেখযোগ্য কিছু প্রডাক্টের (Yuka, Palmocare, Doxy-Oxy, Avi – Bac) সায়েন্টিফিক আলোচনা করেন কোম্পানির টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ ডা. মো. শামসুজ্জামান।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সভাপতি ডা. রিপন কুমার মন্ডল, সা. সম্পাদক ডা. মোহাম্মদ জাহিদুলল ইসলাম (রাশেদ), প্রচার সম্পাদক ডা. ফিরোজ আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ। কোম্পানির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার মো. ইব্রাহিম, প্রডাক্ট এক্সিকিউটিভ, টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ ডা. মো. শামসুজ্জামান।