বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের তিনদিন ব্যাপি সুবর্ণ জয়ন্তীর শেষ দিনে সেমিনার এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সেমিনার এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে সেমিনার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরামর্শক ড. এ কে এম আমিনুল্লাহ ভুঁইয়া ,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক ড. মো. খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর।
অনুষ্ঠান শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তীর সমাপনী এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) থেকে ৭৫ বছরের (হীরক জয়ন্তীর) দিকে পথ চলা শুরুকে বরণ করে নেওয়া হয়।
মো. শাহীন সরদার
বাকৃবি প্রতিনিধি, ময়মনসিংহ ২২০২।
মোবাইল ০১৭৩৭৭২১৬০৩।