Thursday , March 21 2019
সর্বশেষ
Home / পোলট্রি / মুরগির “ডিম খাওয়া” সমস্যার কারণ ও প্রতিকার ব্যবস্থা

মুরগির “ডিম খাওয়া” সমস্যার কারণ ও প্রতিকার ব্যবস্থা

ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানঃ ডিম পাড়া মুরগীর একটি মারাত্মক বদ অভ্যাস হলো নিজের ডিম নিজে খাওয়া । এটা প্রায়ই লেয়ার খামারে দেখা যায় । যার ফলে অনেক ডিম মুরগীর পেটে যায় পুনরায় । এর ফলে খামারি তার লাভের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনা ।

যে সমস্ত কারণ আছে ডিম খাওয়ায় পিছনেঃ

 • দীর্ঘক্ষন ডিম ডিম পাড়া খাঁচায় রাখা।
 • যদি কোন কারণে একবার ডিম ভেঙ্গে যায় এবং সেই ডিম যদি মুরগী খেয়ে স্বাদ পায় তাহলে পরে সে নিজের ভালো ডিম খেতে অভস্ত হয়ে যায় ।
 • ডিমের খোলস যদি খুব পাতলা হয় । রক্ত বা ভেজা ভেজা অবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায় ।
 • মুরগীর খাবারে যদি প্রোটিনের অভাব হয় ।

সমাধানঃ

 • মুরগীকে পরিমিত সব উপাদান দেয়া প্রয়োজন ।
 • যত দ্রুত সম্ভব মুরগীর ডিম অন্য যায়গায় সরিয়ে নিতে হবে । যেন মুরগী তার ডিম খাওয়ার সুযোগ না পায় ।
 • মুরগীর ঠোট কেটে দিতে হবে ।
 • মুরগীর খাবারে অতিরিক্ত ক্যালসিয়ামের সরবরাহ বাড়াতে হবে । ক্যালসিয়াম ডিমের সেল গঠনে বিশেষ ভুমিকা রাখে ।
 • মুরগীর ডিম পাড়ায় জায়গা তুলনামুলক ঠালু করে রাখতে হবে যেন ডিম পাড়ার সাথে সাথে তা নিচে চলে আসে অথবা এমন স্থানে যেখানে মুরগীর ধরার সীমানার বাইরে ।
 • ডিম পাড়া স্থানে তুলনা মুলক অন্ধকার হলেও এই অভ্যাসের প্রকপ কমে ।
 • ডিম সংগ্রহের বিরতি কমাতে হবে ।

 

লেখক পরিচিতি
শিক্ষার্থী ও সাংবাদিক 
হাবিপ্রবি, দিনাজপুর 
মোবাইল ০১৫২১৫৪৭৮৮২

About Editor

Check Also

বাকৃবিতে ‘অপুষ্টি দূরীকরণে খাদ্য প্রকৌশলীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘অপুষ্টি দূরীকরণে খাদ্য প্রকৌশলীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *