Thursday , October 18 2018
সর্বশেষ
Home / প্রথম পাতা / আমার ক্যাম্পাস / পবিপ্রবি’তে ভিএসএ এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

পবিপ্রবি’তে ভিএসএ এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

তাহজীব মন্ডল নিশাত, পবিপ্রবিঃ
নবীনদের আগমনে মুখরিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। এই নতুন মুখদের স্বাগতম জানাতে প্রতিদিনই নানা আয়োজনে নানা রঙে সাজছে পবিপ্রবি ক্যাম্পাস।
এরই অংশ হিসেবে ভেটেরিনারি স্টুডেন্টস এসো৮সিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে নবীনদের উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যার (কালচারাল নাইট) আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যা ৮টায় এএনএসভিএম অডিটোরিয়ামে এই কালচারাল সন্ধ্যা শুরু হয়। পারফর্মারদের নাচ, গান ও নাটক মুগ্ধ করে দর্শকদের।
এসময় অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন ভিএসএ এর সভাপতি এএনএসভিএম অনুষদের মাননীয় ডীন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, বিভিএ এর মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, উক্ত অনুষদের অন্যান্য শিক্ষক, ভিএসএ এর নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, ১৮ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এএনএসভিএম অডিটোরিয়ামে ভিএসএ এর পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

About Tahzib Mondal

Check Also

কালিগ্রাম থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির সুন্ধি কাছিম পদ্মা নদীতে অবমুক্ত

শাহকৃষি তথ্য পাঠাগার নওগা হতে উদ্ধারকৃত বিরল প্রজাতির সুন্ধি কাছিমটিকে রাজশাহীর পদ্মা নদীতে অবমুক্ত করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *