বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মানবমুক্তির সংগ্রাম’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।
শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এসময় ছাত্রফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৮ দেশের সর্বমোট ৮০ টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
মো. শাহীন সরদার
বাকৃবি প্রতিনিধি, ময়মনসিংহ ২২০২।
মোবাইল ০১৭৩৭৭২১৬০৩।