সিভাসু প্রতিবেদকঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” সিভাসু শাখার মাসিক সভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাঁধন সিভাসু ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক দীপ্ত কুমার পাল। বিশ্ববিদ্যালয়ের ইউসুফ চৌধুরী ভবনে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রভাষক রেদুয়ানুর রহমান, আবরার শাকিল, কেন্দ্রীয় প্রতিনিধি আলাউদ্দিন আহমেদসহ বাঁধন সিভাসু ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
বাঁধনের আজকের সভায় প্রথমবারের মতো ২০১৮ সালে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহন করে।নতুনদের মধ্য থেকে সদস্য সংগ্রহ এবং তাদের রক্ত দানে উদ্ভুদ্ধ শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফিশারীজ ডিপার্টমেন্ট এর প্রভাষক রেদুয়ানুর রহমান এবং আবরার শাকিল।
নবাগত শিক্ষার্থীরা বাঁধন পরিবারের সাথে যুক্ত হতে পেরে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে।নবীনদের মধ্য থেকে মো.লাইকুল ইসলাম এবং নাদিয়া আফরিন ব্যাচের সকলের পক্ষ থেকে তাদের অনুভূতি প্রকাশ করে।