রাফি, শেকৃবি: প্রতিবারের মতো এবারও “পবিত্র ইদুল ফিতর” উপলক্ষ্যে চ্যানেল আই’তে প্রচারিত হবে শাইখ সিরাজ পরিচালিত ও উপস্থাপিত কৃষকদের অংশগ্রহণে ক্রিয়া প্রতিযোগিতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান “কৃষকের ইদ আনন্দ”। অনুষ্ঠানটি ইদের পরদিন বিকাল ৪:৩০ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই’ এর পর্দায়।
অনুষ্ঠানটি বিগত বছরগুলোতে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এবারের “কৃষকের ইদ আনন্দ” অনুষ্ঠানটি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিন হলুদিয়া গ্রামের পদ্মার পাড়ে ধারন করা হয়। প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।