সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ভেটেরেনিরি, এনিমেল এন্ড বায়ো মেডিকেল সায়েন্স অনুষদ এমেরিকান ভেটেরিনারি মেডিকেল এসোসিয়েশন এ তালিকা ভুক্ত হয়েছে।
উল্লেখ্য যে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট সরকারী ভেটেরিনারি কলেজ(সি স ভে ক), যা ২০০৬ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে এ অনুষদ টি। বর্তমানে এ অনুষদের ২৩ তম ব্যাচ অধ্যায়ন করছে এবং প্রাক্তন স্টুডেন্ট রা কৃতিত্বের সাথে দেশ বিদেশে উচ্চ পর্যায়ে গবেষণা সহ, উদ্দোক্তা এবং বিভিন্ন সরকারী বেসরকারী চাকুরিতে সফল ভাবে কাজ করে যাচ্ছেন।আমেরিকান ভেটেরিনারি মেডিকেল এসোসিয়েশন এ অন্তর্ভূক্তি এ অনুষদের মান আরো বৃদ্ধি করবে এবং গবেষণা এবং চাকুরীর বাজার আরো প্রসারিত হবে বলে এ অনুষদের শিক্ষক ছাত্রদের বিশ্বাস।
আনোয়ারুল ইসলাম খোকন
সি কৃ বি প্রতিনিধি